শ্রীমৎ স্বামী ভাস্করানন্দ সরস্বতী ১৮৩৩ সালে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ইনি পূর্ণানন্দ সরস্বতী ও অন্নান্তরামের একজন বিশেষ শিষ্য ছিলেন। তিনি একদিকে ছিলেন যেমন বিখ্যাত সন্ন্যাসী তেমনি অপরদিকে ছিলেন একজন বিশিষ্ট সাধু। তবে ইনি একজন আধিকারিক মহাপুরুষও ছিলেন। অবশেষে ইনি ১৮৯৯ সালের জুলাই মাসে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারানসিতে মারা যান। এনার কিছু উপদেশ নীচে উল্লেখ করা হলো।-
“ধ্যানের যোগানুষ্ঠানসমূহের মধ্যে ‘সমাধি’ই প্রধান। ‘সমাধি’ অর্থাৎ বহির্বিষয়ে জড়িয়ে পড়া অন্তঃকরণকে একস্থলে গুটিয়ে নেওয়া। সেই গুটোবার কেন্দ্রস্থলটি পরমার্থ পদার্থ।…..চিত্তের বৃত্তি নিরুদ্ধ হয়ে পরমাত্মাতে স্থিত হলে জীবাত্মা ও পরমাত্মার ঐক্য হয়। তাকেই যোগ বলে।”
“অসংখ্য অতীত জন্মের দ্বৈত-বাসনা দ্বারা নিজেদেহে ও সন্তানাদিতে ‘আমি’ ও ‘আমার’ বোধরূপ তাদাত্ম্যবোধ দৃঢ় হওয়ায় নিজের আত্মার ব্রহ্মস্বরূপতা সহজে উপলব্ধি হয় না। তাই শাস্ত্র ও সদগুরু উপদেশ-এ ব্রহ্মত্ব সম্পূর্ণরূপে উপলব্ধি না হওয়া পর্যন্ত সর্বদা (নিত্যানিত্য) বিচার করা প্রয়োজন।”
“ঈশ্বরের ওপর সদা নির্ভর করবে। দুঃখ ভোগের মধ্যে দিয়েই মানুষের চৈতন্যের উদয় হয়। যে মানুষ জীবনে কখনো দুঃখ পায়নি, সে ঈশ্বর অভিমুখী হতে পারে না। ঈশ্বর বোধহয় সব মানুষকে দুঃখ ভোগের মধ্যে দিয়ে পরিশুদ্ধ করে তোলেন। তুমি মনে রাখবে লোকের চোখ কখনো অন্ধ নয়। তুমি পরিশুদ্ধতার মুখোশে মুখ ঢেকে রাখার যতই চেষ্টা করো না কেন, তোমার কলুষিত মুখ একদিন না একদিন জনসমক্ষে প্রকাশিত হবেই।”
“বৃথা বাক্বিতণ্ডায় সময় নষ্ট করো না। এতে তোমার শক্তি অপব্যবহার হবে। তুমি মনের ভেতর অনমনীয় দৃঢ়তা রাখবে। এইভাবে কাজ করে যাবে, শেষ পর্যন্ত জয় তোমার করায়ত্ত হবে।”
“দোষত্রুটি দুর্বলতা সংশোধন এবং সদগুণের অনুশীলনের দ্বারাই মানুষ যে কোনো অসাধ্য সাধন করতে পারে। এইভাবে সে অপরের কাছে শ্রদ্ধার আসনে আসীন হতে পারে।”
“শ্রদ্ধাবনত শিশুবিক মন নিয়ে জগৎ সংসারের দিকে তাকিয়ে থাকো, দেখবে এখানে কত বিস্ময় থরে থরে সাজানো আছে। প্রতিমুহূর্তে নতুন কিছু আবিষ্কার করে তুমি আনন্দিত হয়ে উঠবে।”
“কথার পরে কথা বললে শুধুই কথামালার সৃষ্টি হয়। এভাবে কোনো সমস্যা সমাধান মানুষকে বোঝাতে করা সম্ভব হয় না। অনেক সময় অল্পকথার মাধ্যমে আমরা ম পারি এবং তার ফল হয় সুদূরপ্রসারী।”
“চাটুকারিতা এবং তোষামোদপ্রিয়তা সাধারণ মানুষের জীবনে দুটি বড়ো দোষ। তুমি এই দুটি দোষ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। মনে রাখবে, এই দুটি দোষের কবলে পড়ে অনেক বিখ্যাত ব্যক্তির জীবন একেবারে শেষ হয়ে গেছে।”