Winston Churchill Motivation Quotes | উইনস্টন চার্চিলের ৬৩টি মোটিভেশন বাণী

উইনস্টন চার্চিল ১৮৭৪ সালের নভেম্বর মাসে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে ব্লেনহেইমে জন্মগ্রহণ করেছিলেন। ইনি একদিকে ছিলেন ঐতিহাসিক, লেখক ও চিত্রকার এবং  অপরদিকে ছিলেন একজন সৈনিক ও রাজনৈতিকবিদ। ইনি ১৯৬৫ সালের জানুয়ারি মাসে ইংল্যান্ডের লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এনার কিছু উপদেশ নীচে উল্লেখ করা হলো।

Winston Churchill Motivation Quotes
Photo by pexels.com

“একজন যুদ্ধবন্দি হল সেই ব্যক্তি যে তোমাকে হত্যা করতে চেয়ে ব্যর্থ হয়েছে, এখন তোমার কাছে প্রার্থনা জানাচ্ছে তাকে হত্যা না করতে।”

“সমালোচনা অপছন্দের হতেই পারে কিন্তু এর প্রয়োজন আছে। দেহের মধ্যে যেমন যন্ত্রণা—একই উদ্দেশ্য সাধন করে। একটি অস্বস্তিকর অবস্থার দিকে এটি মনোযোগ আকর্ষণ করে।”

“নিশ্চিতভাবেই আমি তাদের দলে নই যাদের ধাক্কা দিয়ে চালাতে হয়। বস্তুতপক্ষে, এ ধরনের যদি কিছু থেকে থাকে, তো আমি নিজেই সেই ধাক্কা।”

“যদি সর্বশক্তিমানকে এ পৃথিবী আবার বানাতে হয় এবং তিনি আমার পরামর্শ চান, আমি বলব প্রত্যেকটি দেশের চারপাশ ঘিরে ইংলিশ চ্যানেল তৈরী করতে। আর আবহাওয়া এমন হবে যদি কেউ তার ওপর দিয়ে উড়ে যেতে চায় তো তৎক্ষণাৎ তাতে আগুন ধরে যাবে।”

“যা উচিত তা অবশ্য করা দরকার—–ব্যক্তিগত পরিণাম যা-ই হোক না কেন, বাধা-বিপত্তি—চাপ, যতই আসুক না কেন, কারণ সেটাই যাবতীয় মানব নৈতিকতার ভিত্তিভূমি।”

“বল্ডইন ভেবেছিলেন ইউরোপ বোরিং আর চেম্বারলিন ভেবেছিলেন এটা আরো বড়ো এক বার্মিংহোম।”

“আমার প্রস্তুতকর্তার মুখোমুখি হতে আমি প্রস্তুত। তবে আমার প্রস্তুতকর্তা আমার মুখোমুখি হবার পরীক্ষা দিতে কতটা আগ্রহী সেটা অন্য ব্যাপার।”

“আগাম দেখে পথ চলা ভালো। তবে দৃষ্টি পৌঁছায় না—এমন দূরত্ব দেখার চেষ্টা না করাই ভালো।”

উইনস্টন চার্চিলের বাণী

“যদি তোমাদের দশ হাজার নীতি থাকে, তাহলে তোমরা তোমাদের আইনের প্রতি শ্রদ্ধা হারাবে। ফ্রাঙ্কলিন রুজভেল্ট-এর সঙ্গে দেখা করা হল তোমার প্রথম শ্যাম্পেনের বোতল খোলা ; তাঁকে জানার অর্থ হল সেটি পান করা।”

“শহীদ হবার জন্য সম্পূর্ণ প্রস্তুতি সত্ত্বেও আমার মনে হয়, ব্যাপারটা আপাতত স্থগিত রাখা যেতে পারে।”

“আমার কথা বলি, আমার মতে সব দলই এ ব্যাপারটাকে বেশি সমর্থন করবে যে অতীতকে ইতিহাসের হাতে ছেড়ে দেওয়াই বরং ভালো। বিশেষত, আমি প্রস্তাব দিচ্ছি, ইতিহাস লেখার কাজটা আমিই না হয় করব।”

“যদি মানবজাতি এক দীর্ঘ এবং অনির্দিষ্টকাল পর্যন্ত জাগতিক সমৃদ্ধি ভোগ করতে চায়, তবে তাদের একে অপরের প্রতি এক শান্তিপূর্ণ এবং সাহায্যকারী মনোভাব নিয়ে চলতে হবে।”

“সর্বদাই আমি আগে থাকতে ভবিষ্যদ্বাণী করতে চাই না, কারণ তার থেকে ভালো নীতি হল, ঘটনাটা ঘটে যাবার পর ভবিষ্যদ্বাণী করা।”

“যুদ্ধের সময় সত্য এত মূল্যবান যে তাকে একদল মিথ্যার দেহরক্ষী দ্বারা ঘিরে রাখতে হয়।”

“একজন বিচক্ষণ রাজনীতিবিদ আগামীকাল, কিংবা আগামী সপ্তাহে, পরের মাসে, পরের বছরে কী ঘটতে চলেছে তা সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারেন। যদি সেগুলি না ঘটে তার কারণ যুক্তিগ্রাহ্যভাবে মানুষের কাছে উপস্থাপনার দক্ষতাও তার থাকে।”

“নিরবচ্ছিন্ন প্রয়াসই শক্তি কিংবা বুদ্ধি নয়, এ হল আমাদের সম্ভাবনাগুলির দরজা খোলার চাবিকাঠি।”

উইনস্টন চার্চিলের বাণী

“আমি সত্যিই শুয়োরদের বড্ড ভালোবাসি। কুকুরেরা আমাদের দিকে চোখ তুলে তাকায়। বেড়ালেরা আমাদের দেখে মুখ নীচু করে। একমাত্র শুয়োররাই আমাদের সমান সমান ভাবে।”

“ঘুড়ি আকাশে সব থেকে উঁচুতে ওড়ে বিরুদ্ধ বাতাসেই, সমপ্রবাহে নয়।”

“নিজের কাজ নিজে গিলে আমাকে কখনোই বদহজমে ভুগতে হয়নি।”

“যদিও ব্যক্তিগতভাবে আমি এখনো পর্যন্ত উদ্ভাবিত বিস্ফোরকগুলির ব্যাপারে তৃপ্ত, তবে আমি মনে করি, উন্নতির পথে আমাদের বাধা হয়ে দাঁড়ানো ঠিক হবে না।”

“ভালো অথবা মন্দ যে জন্যই হোক না কেন, সামরিক ক্ষমতার শ্রেষ্ঠ প্রদর্শন হল বিমানবাহিনী। রণতরী কিংবা পদাতিক, যত শক্তিশালী ও গুরুত্বপূর্ণই হোক তারা প্রথমটির নীচে।”

“যে পরিবেশে আমি বড় হয়েছি, শিক্ষিত হয়েছি তাতে যে সকল লোক মাতাল হয়ে পড়ে তাদের প্রতি তীব্র ঘৃণা পোষণ করাই স্বাভাবিক।”

“জীবদ্দশায় আমাকে প্রায়ই নিজের কথা ফিরিয়ে নিতে হয়েছে, এবং স্বীকার করতে লজ্জা নেই যে আমি প্রতিবারই ওগুলিকে স্বাস্থ্যকর খাদ্য হিসাবে গ্রহণ করেছি।”

“গোঁড়া ব্যক্তি নিজের মন কিংবা বিষয়, কোনোটিই পরিবর্তন করে না।”

উইনস্টন চার্চিলের বাণী

“দৃষ্টিভঙ্গি হল সেই সামান্য জিনিস যা আকাশপ্রমাণ পার্থক্যের সৃষ্টি করে।”

“যে কোনো দেশের প্রকৃত সম্পদ হল তার স্বাস্থ্যবান নাগরিকবৃন্দ।”

“সেইসব দিনগুলিতে সে এখনকার থেকে বেশি জ্ঞানী ছিল; সে প্রায়ই আমার উপদেশ গ্রহণ করত।”

“পৃথিবীর যাবতীয় মহান বিষয়গুলি সহজ, আর তাদের একটা ছোট্ট শব্দে প্রকাশ করাও যায় ; স্বাধীনতা, বিচার, সম্মান, কর্তব্য, দয়া, আশা।”

“প্রত্যেকেরই সুদিন আসে, আর কিছু কিছু দিন অন্য দিনের থেকে দীর্ঘস্থায়ী হয়।”

“আটলান্টিক পর্যন্ত বিবর্ধিত তোমাদের এই নতুন দেশের সংস্পর্শে আমি উৎসাহিত হই আমার প্রাণশক্তি উজ্জীবিত হয়।”

” আমার দেশের আমি এক সামান্য কর্মচারী ছিলাম, যদি কখনো, মুহূর্তের জন্যও, দেশের অদম্য সিদ্ধান্ত অর্থাৎ যুদ্ধ এবং বিজয় থেকে বিচ্যুত হয়ে থাকি, আমাকে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল।”

“জীবনের মতন যুদ্ধেও এটা প্রায়ই দরকার যখন বহু লালিত পরিকল্পনা ব্যর্থ হয়েছে, দ্বিতীয় সেরা পরিকল্পনাটা গ্রহণ করা; এবং সেটিকে সর্বশক্তি দিয়ে সফল করে তোলার চেষ্টা না করা বোকামি।”

” সত্য প্যান্ট পরতে পরতে মিথ্যা অর্ধেক পৃথিবী ঘুরে আসতে পারে।”

“মোদ্দা কথা হল, সংক্ষিপ্ত কথাগুলিই সেরা কথা, এবং পুরোনো কথাগুলি হল সর্বশ্রেষ্ঠ কথা।”

“ইতিহাস আমার প্রতি সদয় হবে কারণ আমি তা লিখতে চাই।”

“কর্মের ব্যাপারে আমার কখনো দুঃশ্চিন্তা নেই, যা কিছু চিন্তা কেবল নিষ্ক্রিয়তা নিয়ে ।”

“উদ্ধৃতির বই পড়া একজন অশিক্ষিতের পক্ষে মন্দ নয়।”

“যিনি প্রত্যহ কুমিরদের খাইয়ে খিদে প্রশমিত করেন তিনি আশা করেন শেষে কিন্তু ওরা তাকেই খাবে।”

“যে সকল গুণ আমি অপছন্দ করি তার সব আছে এবং এমন কোনো দোষ নেই যা আমি প্রশংসা করি।”

“রঙের ব্যাপারে আমি নিরপেক্ষতার ভান করতে পারি না। উজ্জ্বল রঙ দেখে আমি উল্লসিত হই, দরিদ্র বাদামি—রং দেখে আন্তরিক দুঃখিত হই।”

“যদি তুমি নরক অতিক্রম করছো, যাত্রা থামিও না।”

“আসুন, আমাদের সকলের আগাম দুশ্চিন্তাগুলি সব আগামী চিন্তা ও পরিকল্পনায় পরিণত করি।”

“একজন নিরাশাবাদী সব সুযোগেই অসুবিধা দ্যাখে ; একজন আশাবাদী সকল অসুবিধাতেই একটা সুযোগ দেখতে পায়।”

“সাহস হল উঠে দাঁড়ানো এবং বলা; সাহস হল বসে পড়া এবং শোনা।”

Winston Churchill Motivation Quotes | উইনস্টন চার্চিলের মোটিভেশন বাণী

“রাজনীতি অথবা রাজনীতিবিদদের ব্যাপারে আমি কখনোই কিছু করতে চাইছি না।”

“যখন এই যুদ্ধ শেষ হয়ে যাবে আমি নিজেকে লেখা আর ছবি আঁকার মধ্যেই ডুবিয়ে রাখব।”

“যদি আমরা অতীত এবং বর্তমান—এ দুই নিয়ে ঝগড়া বাঁধাই, দেখব ভবিষ্যৎ হারিয়ে ফেলেছি।”

“মানুষ মাঝেমধ্যে সত্যে হোঁচট খায়, বেশির ভাগ সময়ই সে নিজেকে কুড়িয়ে নেয় এবং ফের চলতে থাকে।”

“হত্যা আর যুদ্ধাস্ত্র প্রদর্শনের দ্বারাই যুদ্ধ জয় হয়। যিনি বড় জেনারেল তিনি প্রদর্শনীতে বেশি মনোযোগ দেন, হত্যার প্রয়োজন তার কম হয়।”

“রক্ত, শ্রম, অশ্রু এবং ঘাম ছাড়া আমার দেবার মতো আর কিছুই নেই।”

“যুদ্ধে, তুমি মারা যেতে পার একবার। কিন্তু রাজনীতিতে, অনেকবার।”

“আমি খুব সহজেই তৃপ্ত হই সর্বশ্রেষ্ঠ জিনিসে।”

“সৎ হওয়া একটা দারুণ জিনিস, কিন্তু সঠিক হওয়াও কম গুরুত্বপূর্ণ নয় ।”

Winston Churchill Motivation Quotes | উইনস্টন চার্চিলের মোটিভেশন বাণী

“যদি তোমরা এই পারমাণবিক অস্ত্রের দৌড় চালিয়ে যাও, তোমরা কেবল ধ্বংসাবশেষ ফিরিয়ে আনতে চাইছো।”

“এটা ছিল সেই দেশ এবং জাতি যা পৃথিবীময় সিংহের হৃদয় নিয়ে বসবাস করেছিল। আমি ভাগ্যবান যার ডাক পড়েছিল গর্জন করার।”

“মানুষের যাবতীয় গুণাবলির মধ্যে সাহসই হল সর্বশ্রেষ্ঠ গুণ—কারণ এটিই বাকিদের নিশ্চিত করে।”

“ইতিহাস সর্বকালে বিজেতারাই লেখে।”

“আমি সেই মানুষকে পছন্দ করি যুদ্ধের সময় যে হাসে।”

” অসুবিধাগুলিকে আয়ত্তে আনলে সুবর্ণ সুযোগে পরিণত হয়।”

“কৌশল যতই সুন্দর হোক না কেন, মাঝেমধ্যেই পরিণতিটা ভেবে দেখা উচিত।”

Winston Churchill Motivation Quotes | উইনস্টন চার্চিলের ৬৩টি মোটিভেশন বাণী

” আমি কেবল আমার হঠকারী মন্তব্যের প্রস্তুতি নিচ্ছি।”

“খুব বেশি দূরদর্শী হওয়া ভুল। ভাগ্যশৃঙ্খলের কেবল একটিমাত্র যোগাযোগ একবারে ব্যবহার করা উচিত।”

“ঠাট্টা, গম্ভীর বিষয়ও হয়ে পড়ে।”

Leave a Reply