SunitiKumar chattopadhyay quotes in Bangla – সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের বিশেষ কয়েকটি বাণী জানুন বাংলায়।
“অতি পুরনো আর বিশেষ শ্রেষ্ঠ কালের গ্রিক স্থাপত্য ও ভাস্কর্য হচ্ছে নিছক ধ্রুপদ; সেই সব ধ্রুপদকে বিশেষত নেরেসাস কালের ইউরোপ ঠিকভাবে নিজের আয়ত্ত করতে তেমন ভাবে পারলে না- এই ধ্রুপদ নেরেসাসের শিল্পীদের নিজস্ব হাতে হয়ে দাঁড়ালো খেয়াল। অষ্টাদশ শতকের বিশেষত শেষ ভাগে এবং উনবিংশ শতকের মূলত প্রথম দিকে বিশুদ্ধ চর্চিত গ্রীক শিল্পের রূপটুকু মাধুর্য্যটুকু আবার ফিরিয়ে আনবার আপ্রাণ চেষ্টা করে।”
“ভারতবর্ষ সেইসময় স্বাধীন থাকলে, আমাদের নিজস্ব সংস্কৃত টোল বা এখন টিউশন চতুষ্পাঠী ও আরবি এবং ফারসির মক্তব ও মাদ্রাসাগুলিও বর্তমানকালে আধুনিক বিশ্ববিদ্যালয় সমূহে পরিণত হইতে পারিত। কিন্তু তাহা আর হইল না- ভারতের সার্বভৌম রাজনৈতিক বুদ্ধির উন্মেষ কিন্তু আর ঘটিলো না- সঙ্গে সঙ্গে ভারতের ওই গতানুগতিক ও প্রাচীন শিক্ষার পদ্ধতি ও সাবেক বর্তমান এই খাতে থেকেই গেল। আমার নিজের অটুট বিশ্বাস বর্তমান আধুনিক বিজ্ঞান অনুমোদিত তথ্য জিজ্ঞাসা, আমাদের ভারতীয় ধর্মের বা দর্শনের তত্ত্ব সমুহ নির্ণয়ের খোলামেলা এবং বাধা দেই না, এমন প্রবৃত্তির সঙ্গে অতীতকালের বিষয়গুলি চমৎকারভাবে সমন্বয় খাইতে পারিত। কিন্তু যে কারণে, ভারত নিজস্ব স্বাধীনতা হারালো সেই কারণেই নিজ দেশের শিক্ষা, শিল্প, ভাস্কর্য ও সংস্কৃতিকে ভারত যুগের সঙ্গে ধর্মানরূপ করে নিতে পারিল না।