Mother Teresa’s inspirational Quotes | মাদার টেরেসার ১৭টি অনুপ্রেরণামূলক বাণী

মাদার টেরেসা ১৯১০ সালের আগস্ট মাসে বর্তমান উত্তর মেসিডোনিয়ার স্কপিয়েতে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবকালে এর নাম ছিল অ্যাগনিস গঞ্জা বোজাঝিউ। ইনি ১৮ বছর বয়সে গৃহ ত্যাগ করে সন্ন্যাসিনী জীবন গ্রহণ করেছিলেন। ইনি একদিকে ছিলেন যেমন সন্ন্যাসিনী তেমনি অপর দিয়েছিলেন একজন সমাজসেবী। এনার মহত্ত্বের জন্য ১৯৬২ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। অবশেষে ইনি ১৯৯৭ সালের অক্টোবর মাসে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় শেষ নিস্তার ত্যাগ করেন। এনার কিছু বানী নিচে উল্লেখ করা হলো।-

photo by pexels.com

“যে ব্যক্তির খাবার মতন কিছুই নেই তার থেকে অনেক বেশি দরিদ্র হল সেই ব্যক্তি যে পরিত্যক্ত, অবহেলিত, যাকে কেউ ভালোবাসে না, কিংবা কেউই মনে রাখে না।”

‘এসো আমরা সর্বদা একে অপরের দিকে হাসিমুখে তাকাই, কারণ প্রেমের শুরুই তো হাসি দিয়ে।”

“যদি তুমি একটি প্রেমের বাণী শুনতে চাও, তাহলে তা কাউকে পাঠাতে হবে। প্রদীপ প্রজ্বলিত রাখতে, আমাদের ক্রমাগত তাতে তেল ঢেলে যেতে হবে।”

“প্রেম হল এমন এক ফল যা সব ঋতুতেই পাওয়া যায়, সকলেরই হাতের নাগালে।”

“ধনীরা যা টাকার বিনিময়ে পেতে পারে আমি চেষ্টা করি তা গরিবদের দিতে ভালোবাসার দ্বারা। না, আমি হাজার পাউন্ডের বিনিময়েও একজন কুষ্ঠরোগীকে ছোঁব না, তবে প্রভুর প্রতি ভালোবাসা জ্ঞানে তাকে আমি সানন্দে সুস্থ করে তুলব।”

“আনন্দ হল ভালোবাসার এক জাল যার দ্বারা তুমি আত্মাকে ধরতে পার।”

“ওদের প্রত্যেকে এক একজন ছদ্মবেশী যীশু।”

“কেবল টাকা দিয়েই আমাদের খুশি বা সন্তুষ্ট হওয়া উচিত নয়। টাকাই যথেষ্ট নয়, টাকা জোগাড় হয়ে যায়। কিন্তু ওই মানুষগুলির যা দরকার, তা হল আমাদের হৃদয়-ভরা ভালোবাসা। তাই, যেখানেই যাও সর্বত্র তোমার ভালোবাসা ছড়িয়ে দাও।”

“আমাদের যদি শান্তি না থাকে তবে তার কারণ হল আমরা ভুলে গেছি আমরা একে অপরের জন্য।”

“একাকীত্ব এবং অবহেলা হল সব থেকে বড় দরিদ্র।”

“জীবনের ছোটোখাটো বিষয়গুলির প্রতি বিশ্বস্ত থেকো, কারণ তাদের মধ্যেই তোমার শক্তি নিহিত।”

“তীব্র প্রেম মাপা যায় না, তা কেবল দেয়।”

“আমি চাই আপনি আপনার পাশের দরজার প্রতিবেশীর ব্যাপারে মনোযোগী হন। আপনি কি আপনার প্রতিবেশীকে চেনেন?”

“প্রথম আমাদের প্রেম, করুণা, বোঝাপড়া ও শান্তির তহবিল গড়ে তোলার উদ্দেশ্যে আরও বেশি বেশি করে জোর দেওয়া উচিত। কারণ যদি আমরা ঈশ্বরের রাজ্য খুঁজে পাই, বাকি যা কিছু সব জুটে যাবে।”

“এমনকি ধনীরাও ভালোবাসার কাঙাল, যত্নের ডাকখোঁজের, তারাও নিজের বলে কাউকে চায়।”

“যারা দরিদ্র, যারা পরিত্যক্ত, যারা অবহেলিত, যারা মুমূর্ষু তাদের প্রেমের স্পর্শ দাও। এ কাজে আমরা যেন কেউ লজ্জিত না হই।”

“যদি তুমি হাজার মানুষকে খাওয়াতে না পার, অন্তত একজনকে খাওয়াও।”

Leave a Reply